"

পুলিশে কড়াকড়ি


পুলিশ সদর দপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে এর বিভিন্ন ইউনিটের সব পুলিশ সদস্যের দায়িত্বপালন বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পূর্বানুমতি ছাড়া পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বাসভবনে যাওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনিট প্রধানের অনুমতি ছাড়া অফিস ত্যাগ বা দায়িত্বপ্রাপ্ত এলাকার বাইরে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গত শনিবার পুলিশ সদর দপ্তর থেকে পৃথক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।


গত বুধবার আইজিপি হিসেবে বাহারুল আলম ও ডিএমপি কমিশনার হিসেবে শেখ মো. সাজ্জাত আলীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। পরদিন তারা দায়িত্ব বুঝে নেন। তারা দুজন দক্ষ কর্মকর্তা হিসেবে পুলিশ বাহিনীতে পরিচিত। দায়িত্ব পাওয়ার পর পরই তারা পুলিশে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেন।


গত শনিবার পুলিশ সদরের অতিরিক্ত ডিআইজি (হেডকোয়াটার্স) স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, আইজিপির সাক্ষাতের জন্য বাস ভবনে যেতে হলে পূর্বানুমতি প্রয়োজন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য পুলিশের সব সদস্যকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। চিঠির আলোকে ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পুলিশের ২৩ জন অতিরিক্ত আইজিপিকে দেওয়া হয়েছে।


অন্যদিকে পুলিশ সদর দপ্তরের অন্য একটি সূত্র জানিয়েছে, শনিবারই সব পুলিশ সদস্যকে কর্মস্থলে হাজির থাকার বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইউনিট প্রধানের অনুমতি ছাড়া দায়িত্বপ্রাপ্ত এলাকা বা অফিস ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।


পুলিশ সদস্যরা আলাপকালে কালবেলাকে জানান, দীর্ঘদিন থেকে পুলিশে অফিস করার বিষয়ে কিছুটা স্বেচ্ছাচারিতা লক্ষ করা গেছে। অনেক কর্মকর্তা ইউনিট প্রধানের অনুমতি ব্যতিরেকে অফিস ত্যাগ করা বা দায়িত্বপ্রাপ্ত এলাকার বাইরে চলে যেতেন। এ নির্দেশনার ফলে এখন তারা এলাকার বাইরে গেলে তাদের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে।


এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর বলেন, এসব নির্দেশনা দাপ্তরিক কাজের অংশ।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال