"

ড্রোন ও রকেট হামলায় কাঁপল ইসরাইল


প্রথমবারের মতো দক্ষিণ ইসরাইলের আশদোদ নৌ ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এছাড়া তেল আবিবের কাছাকাছি একটি এলাকায় রকেট হামলারও খবর পাওয়া গেছে
রোববার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

 
লেবানন-ভিত্তিক গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা তেল আবিবের একটি ‘সামরিক লক্ষ্যবস্তু’-এর বিরুদ্ধে ‘উন্নত একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন’ ব্যবহার করে একটি অভিযান চালিয়েছে।
 
যদিও এ হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি

প্রতিবেদন মতে, উত্তর সীমান্ত এলাকা এবং শহরগুলো ছাড়াও, হাইফা এবং হাইফা উপসাগর এলাকায় তেল আবিবের কাছে একটি এলাকায় সরাসরি হামলার প্রভাবের খবর পাওয়া গেছে। সেখানে তিনজন আহত হয়েছেন বলে জানা যায়।
 
ইসরাইলি অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে তেল আবিবের পূর্বে পেতাহ টিকভাতে তিনজন আহত হয়েছেন।
 
এদিকে, সিরিয়ার জন্য জাতিসংঘের বিশেষ দূত বলেছেন, দেশটিকে আঞ্চলিক যুদ্ধে টেনে নেয়া এড়াতে লেবানন এবং গাজার যুদ্ধ শেষ করা ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’।আলজাজিরা বলছে, ইসরাইল মাঝে-মধ্যেই সিরিয়ায় বোমাবর্ষণ করে চলেছে; যদিও তারা খুব কমই এসব হামলার জন্য দায় স্বীকার করছে। উল্লেখ্য, সম্প্রতি পালমিরায় ইসরাইলি হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন।
 
সূত্র: আলজাজিরা
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال