" বগুড়া কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু "

বগুড়া কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু


বগুড়ায় নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে থাকা এক আওয়ামী লীগের নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


তার নাম শহিদুল ইসলাম রতন (৫৫)। তিনি শহরের গোদারপাড়া দক্ষিণ পাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।


বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের সুপার ফারুক আহমেদ।


তিনি জানান, শহিদুল ইসলাম রতন আগে থেকেই অসুস্থ ছিলেন। তার ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা ছিল। সম্প্রতি কারাগারের মেডিকেল ওয়ার্ডে রাখা হয়েছিল তাকে। গতকাল বিকালেও তাকে নেবুলাইজার দেওয়া হয়েছিল। পরে রাত ২টার দিকে মারা যান তিনি।
জেল সুপার আরও বলেন, শহিদুল ইসলাম রতন এক মাস আগে নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন। আসার পর থেকে তিনি নিয়মিত চিকিৎসা পাচ্ছিলেন। সকালে তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال