"

ট্রাম্প ক্ষমতায় এলেও হাসিনার আসার সুযোগ নেই : মাহমুদুর রহমান


ট্রাম্প ক্ষমতায় এলেও শেখ হাসিনার ক্ষমতায় আসার সুযোগ নেই। কারণ ক্ষমতার পরিবর্তন হলেও তাদের (আমেরিকা) বিদেশি নীতি পরিবর্তন হয় না বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও খালেদা জিয়া সরকারের সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান।


শুক্রবার (০৮ নভেম্বর) রাজধানীতে গভর্নেন্স অ্যান্ড পলিসি রিসার্চের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


মাহমুদুর রহমান বলেন, ভারতের আধিপত্য থেকে আমরা কখনো মুক্ত হতে পারিনি। আমলাদের মধ্যে এখনো ভারতের দোসররা বসে আছে।


তিনি আরও বলেন, আবারও ৫ আগস্টের মতো ঐক্য দরকার। শ্রমিক, ছাত্র, তরুণ, সেনাবাহিনীসহ সবার সঙ্গে ঐক্য হতে হবে, যাতে এদেশে আর কেউ ফ্যাসিস্ট হতে না পারে। ভারতের আধিপত্য রুখতে এই ঐক্য প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال