"

হঠাৎ ভয়ংকর টর্নেডো, কুড়িগ্রামে আতঙ্ক


কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বালুর চরে হঠাৎ ভয়ংকর টর্নেডো সৃষ্টি হয়েছে। চরের মাটি উড়ে আকাশে মেঘের সঙ্গে মিশে যায়। এতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।


বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলের দিকে ঘটে এ ঘটনা। টর্নেডোয় বালু ও মাটি উপরে চলে যাওয়ার পর সেখানে গর্তের সৃষ্টি হয়।


রৌমারী ও চিলমারী উপজেলার মাঝে ব্রহ্মপুত্রের শাখাহাতির চর নামক এলাকায় এ টর্নেডোটি দেখতে পান রৌমারীগামী নৌকার যাত্রীরা। স্থানীয়রা এটিকে বাওকুড়া বলেন।


শাখাতির চরের বাসিন্দা মো. নুর আমিন বলেন, চরে মাঝে মধ্যে ছোট ছোট বাওকুড়া দেখা যায়। তবে এত বড় বাওকুড়া গত ৫ বছরে দেখিনি।


আরেক বাসিন্দা মো. রাজু বলেন, হঠাৎ করে বাতাস ঘুরতে থাকে। মাটিতে থাকা গাছের ডাল-পাতা যা থাকে উড়িয়ে নিয়ে যায়। অনেক সময় এই বাওকুড়ার কবলে পড়লে বাড়িঘরের ক্ষতি হয়।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال