"

আলেমরাই একদিন দেশের নেতৃত্ব দেবেন


ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে আলেমরাই এক দিন এদেশে নেতৃত্ব দেবেন। বর্তমানে মাদ্রাসার ছাত্ররাই দেশের নামজাদা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হচ্ছে। ছারছিনা দরবার শরিফের মরহুম পীর আলহাজ হজরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ (রহ.) এর ইসালে সাওয়াব ও দারুননাজাত নেছারিয়া হিফজখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।


ছারছিনা দরবার শরিফের পীর আমিরে হিযবুল্লাহ, আলহাজ হজরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হোসাইনের (মা.জি.আ.) সভাপতিত্বে ও দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল আ খ ম আবুবক্কর সিদ্দীকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছারছিনা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ হজরত মাওলানা রুহুল আমীন আফসারি ও ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর হাজী মো. ইবরাহীম ও ধর্ম উপদেষ্টার একান্ত সহকারী সচিব শরিফুল ইসলাম।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال