"

আন্তর্জাতিক অপরাধ আদালতকে নিষেধাজ্ঞার হুমকি মার্কিন সিনেটরের


আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন সিনেটর জন থুন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে এ নিষেধাজ্ঞা দেওয়া হবে। এজন্য যুক্তরাষ্ট্রের একটি আইন পাস করা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।


এক টুইট বার্তায় মার্কিন সিনেটর বলেন, ইসরায়েলি কর্মকর্তাদের গ্রেপ্তারে আপত্তিকর এবং বেআইনি পদক্ষেপ যদি বন্ধ না করা হয় তাহলে আইসিসি এবং এর কৌঁসুলিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে সিনেটের অবিলম্বে আইন পাস করা দরকার।


উল্লেখ্য, নেতানিয়াহু, ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও ফিলিস্তিনি যোদ্ধাদের তিন নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি করতে আইসিসির কৌঁসুলি করিম খান দ্য হেগে প্রি-ট্রায়াল প্যানেলের কাছে আবেদন জানিয়েছিলেন। গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে এবং এতে ওই কর্মকর্তাদের দায় আছে, অভিযোগ করিম খানের।


ফিলিস্তিনি যোদ্ধাদের ওই নেতারা এরই মধ্যে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এখন নেতানিয়াহুকে বাঁচাতে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে গেল ৫ নভেম্বরের নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর রিপাবলিকানদের মনোবল আরও বেড়ে গেছে।


আগামী জানুয়ারিতে রিপাবলিকানরা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের দায়িত্ব নিলে থুন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা হবেন।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال