"

আওয়ামী ফ্যাসিবাদের কাছে কেউই রেহাই পায়নি : রিজভী


বিগত ১৫ বছরের শাসনামলে আওয়ামী ফ্যাসিবাদের কাছে কোনো শ্রেণির মানুষই রেহাই পায়নি বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমানও তাদের ছোবল থেকে রক্ষা পায়নি। শুধু গণতন্ত্রের কথা বলা এবং অন্যায়ের প্রতিবাদ করায় এই বৃদ্ধ বয়সেও তাকে কারাগারে নেয় পতিত আওয়ামী স্বৈরশাসক। শুধু তাই নয়, বরেণ্য এই সাংবাদিককে তখন দেশ ছাড়তেও বাধ্য করা হয়েছিল।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে ‘লাল গোলাপখ্যাত’ সাংবাদিক শফিক রেহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে রাজধানীর ইস্কাটনস্থ বাসভবনে তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে রিজভী এসব কথা বলেন।


রিজভী বলেন, শফিক রেহমান একজন বর্ষীয়ান সাংবাদিক। ৯০ বছর বয়সেও যিনি দেশ ও গণতন্ত্রের জন্য যে অবদান রেখেছেন, জাতির কাছে তা চিরস্মরণীয় হয়ে থাকবে।


ক্ষমতাচ্যুত বিগত আওয়ামী সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ কখনই ভিন্নমত সহ্য করতে পারে না। কোনো রাজনৈতিক দল যদি প্রতিবাদ করে, তাহলে সে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে শুরু হয় অত্যাচার-নির্যাতন, দমনপীড়ন। কোনো গণমাধ্যম যদি সত্য কথা তুলে ধরে, তাহলে বন্ধ করে দেওয়া হয় সে গণমাধ্যম। আর কোনো সাংবাদিক যদি কলমের মাধ্যমে সত্য তুলে ধরার চেষ্টা করে, তাহলে তো আর রক্ষাই নেই। হয় খুন, না হয় গুম অথবা দেশত্যাগে বাধ্য করা হয়।


এ সময় বিএনপির সহঅর্থনৈতিকবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সাবেক ছাত্রদল নেতা সঞ্জয় দে রিপন উপস্থিত ছিলেন।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال