"

‘দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার আকাঙ্ক্ষা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা’


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষার জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

মঙ্গলবার (১৯ নভেম্বর) সামাজিম মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারন করে,যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়,তারা ২৪ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال