"

মেঘনা গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণের তথ্য জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক সালেহ উদ্দিন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।


এর আগে সোমবার সোয়া ৫ টার দিকে উপজেলার ঝাউচর এলাকার মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


জানা যায়, সকালে ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে সোনারগাঁ, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাশাপাশি মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
সালেহ উদ্দিন বলেন, ৪ ঘণ্টার প্রচেষ্টা সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।


বিস্তারিত আসছে..
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال