"

কমিটি গঠন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সংঘর্ষ


ব্রাহ্মণবাড়িয়ায় কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে পৌর শহরের গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে পৌর শহরের গভ. মডেল গার্লস হাই স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে বোরহান উদ্দিন (২১) ও ফয়সাল (২৭) নামে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কমিটি গঠনকে কেন্দ্র করে শনিবার বিকেলে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পৌর শহরের গভ. মডেল গার্লস হাই স্কুলের ভেতরে একটি সভার আয়োজন করা হয়। 

সভার এক পর্যায়ে কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে দুটি পক্ষ তৈরি হয়। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এসময় বেশ কয়েকজন আহত হয়। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় কেউই থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال