"

শহীদদের স্মরণসভায় আ. লীগ নেতার উপস্থিতি, সমালোচনার ঝড়


পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণ সভায় আওয়ামী লীগের এক পদধারী নেতার উপস্থিত থাকার বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

আওয়ামী লীগের ওই নেতা সভায় কিভাবে এলো, তাকে কে আমন্ত্রণ জানিয়েছে এ নিয়ে বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশের পাশাপাশি নিন্দা জানাচ্ছেন ছাত্র-জনতা।

খোঁজ নিয়ে জানা যায়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন রাঙ্গাবালী উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী জেলা কৃষক লীগের সদস্য মো. ফরহাদ হোসাইন উপস্থিত ছিলেন।

তার উপস্থিতি বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলা ও জেলা শহরে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। তবে সভায় উপস্থিত থাকা অনেকের দাবি শুধু ফরহাদ হোসেনই নয় ওই সভায় পতিত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী একাধিক লোক উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান ঢাকা পোস্টকে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মো. ফারহাদকে স্মরণ সভায় দাওয়াত দেওয়া হয়নি। এমনকি আমরা তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে অবগত ছিলাম না। উনার পরিচয় সম্পর্কে জানতে পারলে, এ পরিস্থিতি মোকাবিলা করতে পারতাম।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال