"

ট্রাম্প প্রশাসনে বড় দায়িত্ব পেলেন মুসলিম চিকিৎসক


যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে এবার দায়িত্ব পেলেন আলোচিত টিভি ব্যক্তিত্ব মেহমেত ওজ। স্বাস্থ্য খাতের বৃহৎ সংস্থা ‘সেন্টার ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইডর’ জন্য তত্ত্বাবধানকারী বাছাইকালে ট্রাম্প বিশাল এই সংস্থার জন্য মেহমেত ওজের নাম মনোনয়ন দিয়েছেন।


তুর্কি বংশোদ্ভূত এই মুসলিম চিকিৎসক অ্যাডমিনিস্ট্রেটর ফর সেন্টার্স ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইডের হয়ে কাজ করবেন বলে জানা গেছে। আমেরিকানদের স্বাস্থ্য সুরক্ষায় ড. ওজের চেয়ে সম্ভবত আর কোনো যোগ্য চিকিৎসক নেই বলে মন্তব্য করেছেন ট্রাম্প।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, এই শতকের শুরুর দিকে দ্য অপরাহ উইনফ্রে নামের একটি টিভি শো’র মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন ওজ। এর আগে, তিনি মেডিকেলে একজন সার্জন হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। পাশাপাশি টেলিভিশনে তিনি বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনাও করেছেন। খ্যাতির পাশাপাশি তিনি কোভিডের সময় নিরাময় হিসেবে ম্যালেরিয়ার ওষুধের পরামর্শ দিয়ে বেশ সমালোচিতও হয়েছিলেন।


আগামী বছর সিনেটে নিশ্চিত হলেই সংশ্লিষ্ট খাতে দায়িত্বপালন শুরু করবেন তিনি। ৬৪ বছর বয়সী ওজ একজন কার্ডিওথোরাসিক সার্জন হিসেবে প্রশিক্ষিত। হৃদযন্ত্র এবং ফুসফুসের অপারেশনে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। নিউইয়র্ক সিটির প্রেসবিটারিয়ান হাসপাতাল এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال