"

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু করলো পাকিস্তান


বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। বুধবার (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার ১০০ জন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম অনুমোদন করেছে।

পাকিস্তানি সামা টিভির খবরে বলা হয়েছে, বাংলাদেশে ছাত্র-জনতা ভারত সমর্থিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার পরে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে।

অর্ন্তবর্তীকালীন সরকার সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তির অনুমতি দেওয়ার পর এবার পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদেরকে পাকিস্তানের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ দিতে যাচ্ছে।

সূত্রের বরাতে সামা টিভি জানিয়েছে, ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন পুরো প্রক্রিয়ায় ‘ফোকাল’ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।

সামা টিভি লিখেছে, দীর্ঘদিন পর দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা পুনরুদ্ধার হচ্ছে।

জানা গেছে, পাকিস্তান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কলারশিপ প্রোগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীরা দেশটির সাতটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবে। এ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেওয়া হবে। এ বৃত্তিতে চার থেকে পাঁচ বছর বিনা মূল্যে পড়াশোনা করা যাবে। অনলাইনে আবেদন করতে হবে। প্রয়োজনে শিক্ষার্থীদের অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে। মেধার ভিত্তিতে নির্বাচনের প্রক্রিয়ায় দরকার পড়লে নেওয়া হবে সাক্ষাৎকার।

শিক্ষাপ্রতিষ্ঠান কোনগুলো

১. ন্যাশনাল কলেজ অব আর্টস (এনসিএ)

২. পাকিস্তান ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইন

৩. ন্যাশনাল টেক্সটাইল ইউনিভার্সিটি

৪. কমস্যাটস ইউনিভার্সিটি ইসলামাবাদ

৫. ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনইউএসটি)

৬. গোলাম ইসাহাক খান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিআইকে) ও

৭. ফাস্ট ইউনিভার্সিটি।

বৃত্তির সুযোগ-সুবিধা

* টিউশন ফি নেই

* হোস্টেল–সুবিধা মিলবে

* জীবনযাপনের জন্য অর্থ পাবেন শিক্ষার্থীরা

* বিমানে যাতায়াত টিকিট
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال