"

প্রতিকূল পরিবেশে কাজ করেছে সিপিডি : প্রধান উপদেষ্টা


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশে কাজ করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।


রোববার (১ ডিসেম্বর) সিপিডির ৩০ বছর পূর্তি উপলক্ষে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।


ড. ইউনূস বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যতে দেশের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে।


এ সময় গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দেশের গবেষণা সংস্থাগুলোর ভূমিকা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি সাম্প্রতিক সময় ছাত্র আন্দোলনে তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।
তিনি জানান, সিপিডির তথ্যভিত্তিক গবেষণা কাজে লেগেছে সাম্প্রতিক জুলাই বিপ্লবে।


এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে তার বাসভবন যমুনায় যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال