"

সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক



দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে মৃত্যুবরণ করেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ৫১ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি।

এদিকে মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি এক্সে এক বার্তায় লিখেছেন, ভারত তার অন্যতম বিশিষ্ট নেতা ড. মনমোহন সিং জি-এর মৃত্যুতে শোকাহত। সুন্দর এক জায়গা থেকে উঠে এসে তিনি একজন সম্মানিত অর্থনীতিবিদ হয়ে ওঠেন। তিনি অর্থমন্ত্রী সহ বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করেছেন, যা বছরের পর বছর ধরে আমাদের অর্থনৈতিক নীতিতে একটি শক্তিশালী প্রভাব রেখেছে। সংসদে তার হস্তক্ষেপও ছিল অন্তর্দৃষ্টিপূর্ণ। আমাদের প্রধানমন্ত্রী হিসেবে তিনি মানুষের জীবনযাত্রার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করেছেন।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال