"

জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সাকিব আল হাসান জাতীয় দলে অবদান রাখতে এখনও সক্ষম। তবে তার খেলায় ফেরা নির্ভর করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের অনুমতির ওপর।


রোববার (০১ ডিসেম্বর) ঢাকার একটি হোটেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাসকট উন্মোচন অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক বলেন, ‘সাকিব আল হাসানের বিষয়ে আমি নিশ্চিত কোনো কথা বলতে পারছি না। আমি চাই সাকিব খেলুক, তবে ওর অনুপস্থিতির কারণ ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্কিত নয়। এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতের বিষয়।’


চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ওয়ানডে ক্রিকেট খেলার ইচ্ছা প্রকাশ করলেও সাকিব সম্প্রতি আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলের অংশ ছিলেন না। ওয়ানডে দলে তার জায়গা নিশ্চিত করা নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে।


ফারুক আরও বলেন, ‘সমস্যার সমাধান হলে আমি বিশ্বাস করি সাকিব জাতীয় দলে আবারও খেলতে পারবে। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা এবং জাতীয় দলে খেলা এক নয়। জাতীয় দলে খেলার জন্য মানসিক প্রস্তুতি দরকার এবং এই মুহূর্তে সাকিব সেই অবস্থায় নেই বলে মনে হচ্ছে।’

নারী বিপিএল নিয়ে পরিকল্পনা


অনুষ্ঠানে ফারুক আহমেদ নারীদের জন্য বিপিএল আয়োজনের সম্ভাবনা নিয়েও কথা বলেন। তিনি জানান, ‘নারী বিপিএল একটি চমৎকার ধারণা। আমরা নারীদের ক্রিকেটে উন্নতি আনতে চাই। তবে এটি আয়োজনের জন্য আমাদের সামর্থ্য পর্যালোচনা করতে হবে।’


বিপিএলের অর্থনৈতিক চ্যালেঞ্জ


বিপিএলের চলমান আর্থিক চ্যালেঞ্জ নিয়েও বিসিবি সভাপতি কথা বলেন। তিনি জানান, কয়েকটি ফ্র্যাঞ্চাইজির বকেয়া অর্থ আদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। নভেম্বর ২০ তারিখের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো চার কোটি টাকা জমা দিতে ব্যর্থ হলে বিসিবি আইনি পদক্ষেপ নেয়।


পাঁচটি ফ্র্যাঞ্চাইজির উল্লেখযোগ্য পরিমাণ বকেয়া রয়েছে। যেমন চিটাগং কিংসের পাওনা তুলনামূলক কম। কিছু ক্ষেত্রে আইনি প্রক্রিয়া চলছে। আমরা আশা করছি শিগগিরই এই অর্থ আদায় করতে পারব,’ বলেন ফারুক আহমেদ।


বিপিএলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি আরও জানান, প্রধান ফ্র্যাঞ্চাইজিগুলো যেন দীর্ঘমেয়াদে টিকে থাকে, সে বিষয়ে বিসিবি কাজ করবে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال