" এবার নুরকে নীয়ে মুখ খুললেন পার্থ! "

এবার নুরকে নীয়ে মুখ খুললেন পার্থ!


বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। পার্থকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার গ্রেফতার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সেখানে গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে (নুর) নিয়েও কথা বলেছেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, আমাকে কেন গ্রেফতার করেছেন? যিনি গ্রেফতার করেছেন তিনি বলতে পারবেন। আমার সঙ্গে ছাত্রদের সম্পর্ক ছিল— এ কারণে গ্রেফতার করেছেন বা আমাকে ধরা মানে অনেক কঠোর উনি হবেন এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমি তো আগেই অনেকেই গ্রেফতার হয়েছি। এ প্রথমবার না আগেও গ্রেফতার হয়েছি। আমি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলাম; ছাত্ররা আমার সঙ্গে দেখা করছিল। আমার স্টুডেন্ট উইংয়ের ছয়জন মারা গেছে। তারা একটিভলি সমন্বয়দের সঙ্গে ছিল। সো ন্যাচারালি এ কারণে নুরের সঙ্গে আমার কথা হচ্ছিল, সবার সঙ্গে আমার কথা হচ্ছিল। সো আমরা তো এটা পলিটিসাইজ করতে চাইনি। পলিটিক্যাল পার্টিরা বাইরে থেকে পেছন থেকে যেভাবে পেট্রোনাইজ করার আমরা করেছি। তো এই কারণে হয়তো এটা সরকারের কাছে গেছে; সরকার মনে করেছে— পার্থকে ধরা হোক।

নুরকে টাকা দিয়েছেন কেন? এ প্রসঙ্গে পার্থ বলেন, না না ওই জিনিসটা সম্পূর্ণ আলাদা। এটা নুরের একটা ব্যক্তিগত সমস্যা ছিল আরও দুই-তিন মাস আগে। সেটার সঙ্গে এটার কোনো কিছু না। নুর ছোট ভাইয়ের মতো সব সময় আসে। এত কষ্ট করেছে- তার প্রতি আমার একটা দুর্বলতা আছে। যে কোনো কেউ-ই যারা এই সরকারের বিরুদ্ধে কাজ করে বা করেছে, তাদের প্রতি আমার একটা দুর্বলতা ছিল, স্পেশালি ইয়াং জেনারেশন নুরের প্রতি এত অত্যাচার করা হয়েছে। তো আমি অনেক স্নেহের জায়গা থেকে দেখতাম। তো পলিক্সিটা তো এক সময় তাই ছিল। বড়রা ছোটদের স্নেহ করবে, ডাকবে, কথা বলবে ও ট্রেন করবে। নুরের একটা ফ্যামিলি প্রবলেম দরকার ছিল তাই আমি পাশে দাঁড়িয়েছিলাম। এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না।

তিনি আরও বলেন, হারুন সাহেব যিনি ছিলেন উনি দেখানোর চেষ্টা করেছেন- আমি টাকা দিয়ে আন্দোলন পেট্রোনাইজ করার চেষ্টা করেছি। এটা তো ঈদের আগে ঘটনা।

সূত্র : যুগান্তর পত্রিকা
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال