" আ.লীগের চার নেতার ‘হার্ট অ্যাটাকে’ কারাগারে মৃত্যু "

আ.লীগের চার নেতার ‘হার্ট অ্যাটাকে’ কারাগারে মৃত্যু


নাশকতা' কিংবা 'হত্যা মামলার' আসামি হিসেবে বগুড়ায় ১১ নভেম্বরের পর থেকে গত এক মাসে কারাগারে অন্তত চারজন আওয়ামী লীগ নেতা মারা গেছেন।

 

কর্তৃপক্ষ বলছে,'হার্ট অ্যাটাক কিংবা অন্য অসুস্থতায়' এদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 কারা কর্তৃপক্ষ আরো বলছে, আওয়ামী লীগের এসব নেতা আগে থেকেই বিভিন্ন রোগে ভুগছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাদের স্বাভাবিক মৃত্যুই হয়েছে।

 

তবে আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান জেড আই খান পান্না বলেন, কারাগারেই হোক আর পুলিশ হেফাজতে হোক- এ ধরনের মৃত্যুর দায় রাষ্ট্রকেই নিতে হবে। মানবাধিকার সংস্থাটির তথ্য অনুযায়ী, এই বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত কারাগারে হেফাজতে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে ৬২ জনের। এদের মধ্যে বিচারাধীন বন্দি ছিলেন ৩৯ জন। আর সাজাপ্রাপ্ত ছিলেন ২৩ জন।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال