"

ভারতের আরেক অঞ্চলে বাংলাদেশিদের হোটেল ভাড়া বন্ধ ঘোষণা


বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের আরেক অঞ্চল। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, কথিত ভারতবিরোধী কার্যক্রমের প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।


মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ভারতের সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, মালদহের ইংলিশবাজারের সব হোটেল মালিকদের সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।


মালদহ জেলা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো লিখিত নির্দেশনা দেওয়া হয়নি। সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা বণিক সমিতির সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, সরকারি বা বেসরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে পরিস্থিতির আলোকে নিজেদের নিরাপত্তার স্বার্থে সংগঠনের সদস্যদের এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যদিও এ নিয়ে কোনো নির্দেশনা প্রকাশ করা হয়নি।


মালদহের হোটেল মালিক সৌরভ ভদ্ররায় বলেন, বাংলাদেশে অস্থিরতা চলছে। সীমান্তে অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এতে হোটেল মালিকরা উদ্বিগ্ন। ফলে নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবতে হচ্ছে।


সংবাদ প্রতিদিন জানিয়েছে, মালদহের ইংলিশবাজার থানার মহদিপুর স্থল বন্দর দিয়ে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ বাংলাদেশি প্রবেশ করেন। তাদের অনেকে মালদহের বিভিন্ন হোটেলে অবস্থান করেন। এরপর সড়কপথে ভারতের বিভিন্ন গন্তব্যে যান তারা। তবে বর্তমান পরিস্থিতির কারণে এ সংখ্যা অনেক কমে গেছে।


এর আগে বাংলাদেশিদের জন্য ত্রিপুরায় হোটেল পরিসেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) রাতে ত্রিপুরার হোটেল মালিকদের এক সভা থেকে এ সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال