"

সাভারে ছাত্র হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

 গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা রুস্তম আলী। ছবি : কালবেলা

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা রুস্তম আলী। ছবি : কালবেলা

সাভারের কলমা এলাকার আলোচিত আওয়ামী লীগ নেতা রুস্তম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে থানায় কয়েকটি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে আশুলিয়ার কলমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানার পুলিশ অফিসার (এসআই) মো. মনিরুল ইসলাম। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার রুস্তম আলী সাভারের কলমা এলাকার মৃত হাতেম আলীর ছেলে। সে সাভার ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, জুলাই গণঅভুথ্যানের সময় গুলি করে নাজমুল হত্যার দায়ে একটি মামলা হয়। সেই মামলায় ৪৪ নাম্বার আসামি ছিল রুস্তম আলী। এদিকে তার নামে জমি দখল, নারী শ্লীলতাহানির মতো আরও বেশ কিছু অভিযোগ রয়েছে। সেই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে কলমা এলাকা থেকে রুস্তম আলীকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, রুস্তম আলী এলাকায় আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িয়ে ছিলেন। জোড়পূর্বক জমি দখলসহ চাঁদা আদায়ের অভিযোগও পাওয়া গেছে তার বিরুদ্ধে। এ ছাড়াও তার অত্যাচারে স্থানীয়রা অতিষ্ঠ বলে জানা গেছে।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال