"

উটের দৌড় প্রতিযোগিতায় পুরস্কার আস্ত বিমান


সৌদি আরবে উটের দৌড় প্রতিযোগিতায় বিজয়ীর জন্য এবার এক ব্যতিক্রমী পুরস্কার ঘোষণা করা হয়েছে। কিং আব্দুল আজিজ উট ফেস্টিভালের নবম আসরে ‘মানকিয়াত আল-জাজিরা’ শিরোপা বিজয়ী দলের মালিককে দেওয়া হবে একটি প্রাইভেট জেট।


দুবাইয়ের সংবাদমাধ্যম গাল্ফ নিউজের প্রতিবেদনে এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে। উট ক্লাবের চেয়ারম্যান ফাহাদ বিন হাতলিন ঘোষণা দিয়ে জানান, এই পুরস্কার শুধু প্রতীকী অর্থে গুরুত্ব নয়, বরং ঐতিহ্যের প্রতি গভীর সম্মানের প্রতিফলন।


সংবাদমাধ্যমটি আরও জানায়, প্রায় এক বছরের বিরতির পর আল শাদাদ নামে আবারও উটের দৌড় প্রতিযোগিতা ফিরে এল। এটি কিং আব্দুল আজিজ উট ফেস্টিভালের অন্যতম আকর্ষণ। এবার প্রতিযোগিতায় নতুনত্ব আনার জন্য যুক্ত করা হয়েছে ডিজিটাল প্রযুক্তির নানা উদ্ভাবন।


‘রাই আল নাথার’ নামে বৃহৎ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্রতিযোগিতাটি পরিচালিত হবে। এই প্রতিযোগিতায় এবার প্রথমবারের মতো অংশগ্রহণকারী বাছাইয়ে ভূমিকা রেখেছে সাধারণ মানুষ। এ প্ল্যাটফর্মের মাধ্যমে উটপ্রেমীরা তাদের পছন্দের দল বেছে নেন।


২০২১ সালে সর্বপ্রথম আল শাদাদ প্রতিযোগিতা শুরু হয়। তখন এই প্রতিযোগিতা সৌদি আরবের সাংস্কৃতিক গর্বের প্রতীক হিসেবে পরিচিতি পায়।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال