ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন।
ইশরাক তার ফেসবুকে লিখেছেন, ২০১৩-১৪ সালে তৎকালীন সরকার সাদেক হোসেন খোকাকে কারাগারে বিনা চিকিৎসায় বন্দি রেখেছিল, যার ফলে তার শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ে। বারবার কোর্টে আবেদন করেও কোনো সাড়া মেলেনি বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো লেখেন, ফ্যাসিস্ট লীগের দালালরা পরে এটি ভুল চিকিৎসা বলে দায় এড়ানোর চেষ্টা করে। ইশরাক তার স্ট্যাটাসে ১৯৯৯ সালের একটি ঘটনারও উল্লেখ করেন, যেখানে গুলি করার পর বলা হয়েছিল, ‘গায়ে গরুর রক্ত মেখেছেন’। তিনি অভিযোগ করেন, তখন ‘মুক্তিযোদ্ধা’ শব্দটি সুশীলদের মনে ছিল না।
ইশরাক তার স্ট্যাটাসের শেষ অংশে লেখেন, "রাব্বির হামহুমা, কামা রাব্বায়ানি সাগিরা"।
Tags
রাজনীতি