"

প্রেমিকাকে গুলি করে হত্যা, ঢাকায় অস্ত্রসহ সেই প্রেমিক গ্রেপ্তার


মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রেমিকাকে গুলি করে হত্যা করা সেই প্রেমিককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিহত ওই তরুণীর নাম শাহিদা আক্তার (২২)।


সোমবার (২ নভেম্বর) ভোরে ভোলার ইলিশা থেকে মনপুরা পালিয়ে যাওয়ার সময় তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি পুকুরে তল্লাসি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলবার উদ্ধার করা হয়।


গ্রেপ্তার তৌহিদ শেখ তন্ময় (২৮) রাজধানীর ওয়ারী এলাকার বাসিন্দা। মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবির) ওসি মো. ইশতিয়াক রাসেল বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।


তিনি জানান, গ্রেপ্তার তৌহিদকে নিয়ে তরুণীর লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা করছে ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীকে হত্যার কথা স্বীকার করেছে সে।
প্রসঙ্গত, গত শনিবার সকালে জেলার শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে তরুণী শাহিদার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন দিবাগত মধ্যরাতে নিহতের মা জরিনা খাতুন বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন।


শাহিদা ময়মনসিংহের কোতোয়ালি থানার বেগুনবাড়ি বরিবয়ান গ্রামের প্রয়াত আব্দুল মোতালেবের মেয়ে। তিনি রাজধানীর ওয়ারী এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال