"

জয় বাংলা স্লোগান পরিবর্তন করছে আওয়ামী লীগ!


সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি নতুন স্লোগান শেয়ার করেছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দলের নেতাকর্মীরা। 
 
বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের ভেরিফাই ফেসবুক পেইজে এই নতুন স্লোগানটি পোস্ট করা হয়। নতুন স্লোগানটি হলো-"শেখ হাসিনা ফিরবেই, বাংলাদেশ জাগবেই।" 

এদিকে, ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর দেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, যার নেতৃত্বে দিচ্ছেন ড. মোহাম্মদ ইউনূস।

এখনও পর্যন্ত এই নতুন স্লোগানটির বিষয়ে আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য না এলেও, এটি সামাজিক মাধ্যমসহ নানা প্ল্যাটফর্মে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। বিশেষ করে, দলের সমর্থকরা স্লোগানটিকে শেয়ার করতে দেখা যাচ্ছে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال