"

গোপালগঞ্জ ছিল ফ্যাসিবাদ তৈরির মূল দুর্গ : ফিরোজ


ছাত্রদলের সহসভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ বলেছেন, গোপালগঞ্জ ছিল ফ্যাসিবাদ তৈরির মূল দুর্গ। স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও তার অনেক দোসর এখনো দেশকে অস্থিতিশীল করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশের সচেতন নাগরিক হিসেবে ছাত্রসমাজকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে জুলাই-আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে ফ্যাসিবাদকে মোকাবিলা করতে হবে।


রোববার (১ ডিসেম্বর) গোপালগঞ্জের মকসুদপুর এজে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে মতবিনিময় সভা করে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল।


এর ধারাবাহিকতায় রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের মকসুদপুর এজে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত একটি প্রতিনিধি দলের নেতারা।


এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ, যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান পলাশ ও মাহমুদুল হাসান মারজান।


মতবিনিময়কালে ছাত্রদলের সহসভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে কী কী করতে পারে তার সংক্ষিপ্ত ধারণা এবং বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন।


তিনি বলেন, একটি আধুনিক, উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে বিএনপি কাজ করে যাচ্ছে। আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে তার প্রতিফলন দেশবাসী প্রত্যক্ষ করবে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال