"

বুলেটের ভয় পাইনি, আমাদের ব্যালটের ভয় দেখিয়ে লাভ নেই


জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মনিরা শারমিন বলেছেন, তরুণ নেতৃত্ব না এলে বাংলাদেশের প্রকৃত উন্নয়ন হবে না। আমাদের সিনিয়র যারা রাজনীতিবিদ আছেন তাদের বুঝতে হবে যে তরুণদের সুযোগ করে দিতে হবে, জায়গা ছেড়ে দিতে হবে। তরুণ নেতৃত্ব না এলে বাংলাদেশের পরিবর্তন হবে না। এটা আমরা গত ৫৩ বছর দেখেছি। রাজনীতিবিদেরা এই জায়গাতে খুবই সংকীর্ণ মনোভাব দেখিয়েছেন। আমরা চাই, বাংলাদেশ তরুণ নেতৃত্বে এগিয়ে যাবে।

গতকাল নাটোরে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় মনিরা শারমিন এমব কথা বলেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সদস্য, তাহসিন রিয়াজ ও সাঈদ মোস্তাফিজ।

মনিরা শারমিন বলেন, আমরা থানাসহ বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করবো যাতে তরুণরা তৃণমূল থেকে রাজনৈতিক ভাবে সবাইকে সচেতন করতে পারবে। এই রাজনীতি কোনো চাঁদাবাজদের হাতে তুলে দেওয়া যাবে না। যারা আগামীতে চলনবিলের নদী খাল দখল করবে তাদের রাজনৈতিকভাবে সহযোগিতা করা হবে না। আমরা বুলেটের ভয় পাইনি, আমাদের ব্যালটের ভয় দেখিয়ে লাভ নেই।

এ সময় জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় কমিটির সদস্য তাহসিন রিয়াজ বলেন, ফ্যাসিবাদের সম্পূর্ণ বিলোপ এখনও ঘটেনি। ৫ তারিখের পর থেকে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন ইস্যুতে দেশকে অস্থিতিশীল করতে পাঁয়তারা করছে। আওয়ামী লীগ শাসনামলে সবচেয়ে বেশি হিন্দু নির্যাতন হয়েছে, এইসবের জবাব তো ভারত কখনো চায়নি। যারা এসব ইস্যুতে ষড়যন্ত্র করছে তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। ছাত্র আন্দোলনে হাজার ছাত্রজনতা জীবন দিয়েছে চাঁদাবাজির জন্য নয়‌। আমাদের সাথে কারো শত্রুতা নাই, তবে দুর্নীতি, চাঁদাবাজির ব্যাপারে কোনো আপস নাই।

জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় কমিটির সদস্য সাঈদ মোস্তাফিজ বলেন, ছাত্র আন্দোলনে নাটোরের কুলাঙ্গার জুনাইদ আহমেদ পলকের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। তার এই ভূমিকাতে নাটোরবাসী লজ্জিত। তার লোক দেখানো উন্নয়নে ধামাচাপাই থাকতো অপকর্ম। আমরা চাই তরুণরা রাজনীতিতে যুক্ত হোক। বাংলাদেশে আমরা সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ থাকব। আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব ফ্যাসিবাদের বিরুদ্ধে।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নাটোরের তৌফিক নিয়াজ, সৈয়দ মিলন, শিশির, রবিন আহমেদ তামিম প্রমুখ উপস্থিত ছিলেন।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال