ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ৯২ বছর বয়সী মনমোহন সিংকে আশঙ্কাজনক অবস্থায় রাতে ৮টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ভারতের ইতিহাসের অন্যতম প্রভাবশালী অর্থনীতিবিদ ও কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাওয়ের সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে আসেন, যা দেশটির বাজারনীতির দিক পরিবর্তন ঘটায়। তাঁকেই ভারতের উদার অর্থনীতির জনক হিসেবে অভিহিত করা হয়।
মনমোহন সিং কংগ্রেসের নেতার পাশাপাশি, ভারতের আর্থিক নীতির সমালোচকও ছিলেন। তিনি বারবার নরেন্দ্র মোদি সরকারের নীতির বিরুদ্ধে মতামত দিয়েছেন এবং পরামর্শও দিয়েছেন। ভারতের ২০১৬ সালে নোট বাতিলের সিদ্ধান্তের পর তিনি সতর্ক করেছিলেন যে, এর ফলে দেশটির অর্থনীতি বিপর্যয়ের মধ্যে পড়তে পারে। করোনা মহামারির আগেও ভারতের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি মন্দা চলছিল, কিন্তু ২০০৮ সালে বিশ্বব্যাপী আর্থিক মন্দার সময় ভারতের অর্থনীতি তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়নি।
মনমোহনের জন্ম ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর, বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলার গাহ গ্রামে। দেশভাগের সময় তিনি তাঁর বাবা গুরমুখ সিংহ এবং মা অমৃত কৌরের সঙ্গে ভারতে চলে আসেন। পরে তিনি চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৫৭ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং ১৯৬২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড কলেজ থেকে ডি’ফিল করেন।
ভারতের সরকারে দায়িত্ব ছাড়াও মনমোহন সিং বহু গুরুত্বপূর্ণ সরকারি পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৬ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ডিরেক্টরের দায়িত্বও সামলেছেন। এছাড়া তিনি প্ল্যানিং কমিশন এবং কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
মনমোহন সিংয়ের মৃত্যু ভারতের জন্য একটি গভীর শোকের খবর, এবং তাঁর অবদান ভারতীয় অর্থনীতিতে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।