"

হত্যা মামলায় জেলা আ. লীগ সভাপতির ছেলে গ্রেপ্তার


কুড়িগ্রাম-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীর কনিষ্ট পুত্র জাহিদুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আসিক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।


কুড়িগ্রাম সদর থানা সূত্র জানায়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে র‍্যাব-১৩ এর একটি টিম রংপুর শহর থেকে মো. জাহিদুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করে। পরে তাকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। গ্রেপ্তার জাহিদুল ইসলাম সবুজ সাবেক এমপি মো. জাফর আলীর কনিষ্ঠ পুত্র। তিনি কুড়িগ্রাম খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।


মামলার এজাহার তথ্য সূত্রে জানা যায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী নেতাকর্মীদের সশস্ত্র হামলায় নিহত পাঁচপীর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন আশিক। সে জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের কৃষক চাঁদ মিয়ার ছেলে। ঘটনার দিন আশিক ও তার ছোট ভাই আতিকুর রহমান মিছিলে গিয়েছিলেন। পরে আশিক মাথায় আঘাত পেয়ে আহত হলে প্রথমে বাসায় আসেন। পরে আঘাতের ব্যথায় বমি করলে ১৮ আগস্ট প্রথমে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নেওয়া হলে ১ সেপ্টেম্বর আশিক মারা যান।


কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, গ্রেপ্তার মো. জাহিদুল ইসলাম সবুজ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আশিক হত্যা মামলার আসামি। রংপুর র‍্যাব-১৩ এর একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে রংপুর শহর থেকে গ্রেপ্তার করে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال