"

নাটোরে চিরকুট লিখে বিদ্যুতের মিটার চুরি

নাটোরের বাগাতিপাড়ায় চিরকুটে ফোন নম্বর লিখে রেখে অভিনব কায়দায় রাতের আঁধারে একটি বাজার থেকে চারটি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে।


মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার ১ নম্বর পাঁকা ইউনিয়নের লোকমানপুর বাজারে এসব মিটার চুরির ঘটনা ঘটে।


লোকমানপুর বাজারে গিয়ে জানা গেছে, মিজানুর রহমান ও আসলাম আলীর রাইস মিলের দুটি, শাহাদত হোসেনের দোকানের একটি ও একটি স’মিলের (করাত কল) একটিসহ চারটি বৈদ্যুতিক মিটার চুরি হয়।


স’মিলের (করাত কল) মিস্ত্রি আসলাম আলী বলেন, আমাদের করাত কলের মিটার চুরি করে নিয়ে গেছে। মিটারের তারের সঙ্গে কাগজের চিরকুটে মোবাইল নম্বর রেখে গেছে। মোবাইল নম্বরে যোগাযোগ করলে নম্বরটি বন্ধ পাওয়া গেছে। মিটার চুরির কারণে আমার মিলের কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।


আরেক দোকানমালিক মালিক শাহাদত হোসেন বলেন, সকালে এসে দোকান খোলার পরে বৈদ্যুতিক খুঁটির দিকে তাকিয়ে দেখি মিটার নাই। পরে বিষয়টি জানাজানি হলে জানতে পারি বাজারে আরও তিনটি মিটার চুরি হয়েছে।


লোকমানপুর বাজার কমিটির সভাপতি অমিত হাসান বলেন, মিটার চুরির ঘটনাটি শুনেছি। বাজারে চারজন পাহারাদার রয়েছেন। এ বিষয়ে পাহাদারদের জিজ্ঞাসাবাদ করার পরে বিষয়টি থানায় জানাব।


বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগাতিপাড়া সাব-জোনাল অফিসের এজিএম মনজুরুল আলম বলেন, বিষয়টি যেহেতু চুরির তাই বিষয়টি পুলিশ দেখবে। আর তারা থানায় গিয়ে এফআইআর করে ওই কপি পল্লী বিদ্যুৎ অফিসে জমা দিলেই পরেরদিন মিটার সংযোগ দিয়ে দেব।


বাগাতিপাড়া মডেল থানার ওসি (তদন্ত) নাজমুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال