দিনমজুর কিশোর রমজান আলী আরমান। বয়স ১৫ বছর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বেডে কষ্টে কাটিয়েছেন কয়েকমাস।
জীর্ণশীর্ণ ছোট্ট শরীরে এ পর্যন্ত সার্জারি হয়েছে আট বার। এক সময় নাড়িভুঁড়িতে তো অন্য সময় প্রস্রাবের রাস্তায়, আবার কোনো সময় তলপেটে অপারেশন হয়েছে ছোট্ট আরমানের। হাসপাতালে চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পেরে নানা বাড়ি ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগরে চলে গেছেন আরমান ও তার মা হিরা আক্তার (৩৮)।
গত ১৮ জুলাই সন্ধ্যা পৌনে ছয়টার দিকে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় গুলিবিদ্ধ হন আরমান। ছররা গুলিতে তার নাড়িভুঁড়ি ছিঁড়ে যায়। কোমরে ও উরুতেও গুলি লাগে। মলদ্বার বাইপাস করা হয়। গুলিতে ইউরিনারি বর্ডারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
তার চিকিৎসার জন্য চড়া সুদে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন রিকশাচালক পিতা মো. মনসুর (৪৫)। পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের পেছনেই সেই টাকাও শেষ হয়েছে। এখন অসহায় মানবেতর জীবনযাপন করছে পুরো পরিবার।
পেশায় রিকশাচালক। কিন্তু তিনি নানা রোগশোকে আক্রান্ত। ছোট ছেলে হাসপাতালে কাতরাচ্ছে মাসের পর মাস।
‘ছেলের নানা পরীক্ষা, ওষুধ কেনার পেছনে ব্যয় হয়ে গেছে ৫০ হাজার টাকা। সংসারে তো অভাব। সুদি করে ৫০ হাজার টাকা নিয়েছি এখন সেই টাকাও শেষ’ হতাশার সুরে বলেন হিরা আক্তার।
হিরা জানান, অভাবের সংসারে করুণ দৈনতায় কাটছে তাদের জীবন। তবে চমেক হাসপাতালে নিয়মিত এসে ভগ্নিপতি মামুন তার ছেলে আরমানের খোঁজ নেন।
কিন্তু অর্থ সংকটেই তারা এখন কাহিল বলে তিনি উল্লেখ করেন। তারা চান, সরকারি কিংবা বেসরকারি যে কোন দিক থেকে কেউ তাদের সাহায্য করুক। না হলে পরিবার নিয়ে দুর্দশার শেষ থাকবে না।