"

তুই প্রফেসরগিরি দেখাস আমার সাথে, ফাজিল কোথাকার


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ওশানোগ্রাফি বিভাগের সিনিয়র এক শিক্ষককে বেয়াদব ও অসৌজন্যমূলক আচরণ করে ধমক দেওয়ার একটি ভিডিও সম্প্রতি প্রকাশ পেয়েছে। ভিডিওতে দেখা যায়, একই বিভাগের জুনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সরকার এক সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিনকে বলেন, “তুই প্রফেসরগিরি দেখাস আমার সাথে? ফাজিল কোথাকার, তুই আমাকে বেয়াদব বললি কেন? তুই বেয়াদব বলার কে?”

এটি ঘটেছিল মঙ্গলবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের সভাপতির কক্ষে, যেখানে অধ্যাপক মোহাম্মদ মোসলেম উদ্দিনের সাথে সাইদুল ইসলামের বাগ্‌বিতণ্ডা হয়। ঘটনাস্থলে একাধিকবার সাইদুল ইসলাম মোসলেম উদ্দিনের দিকে তেড়ে গিয়ে ধমক দেন।

জানা যায়, ২৬ নভেম্বর চবির প্রোভিসি (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান ওশানোগ্রাফি বিভাগে পরিদর্শনে আসছিলেন। তার আগমুহূর্তে সাইদুল ইসলামের দেরিতে আসার কারণ জিজ্ঞেস করতেই, তিনি এমন অসদাচরণ করেন। সাইদুল ইসলাম সিনিয়র শিক্ষককে গালিগালাজের পাশাপাশি তাকে দেখে নেওয়ারও হুমকি দেন এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসির বিরুদ্ধে কটূক্তি করেন।

এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ মোসলেম উদ্দিন বলেন, “সাইদুল ইসলাম গত ২৬ নভেম্বর প্রোভিসির পরিদর্শনকালে আমার কাছে বিভাগে দেরিতে আসার কারণ জানতে চাইলে অত্যন্ত অশোভন আচরণ করেন এবং আমাকে হুমকি দেন।”

এছাড়া, সাইদুল ইসলাম সরকার আওয়ামী লীগের কৃষি বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে পরিচিত। জুলাই মাসের গণঅভ্যুত্থানের ঘোর বিরোধী হিসেবে পরিচিত হওয়ায়, ওশানোগ্রাফি বিভাগের শিক্ষার্থীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال