"

সাত কলেজের স্থগিত ২ পরীক্ষার নতুন সময়সূচি

Random Manga


ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্সের দুই বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ২৬ নভেম্বরের পরীক্ষা আগামী বছরের ৬ জানুয়ারি এবং ২৮ নভেম্বরের স্থগিত পরীক্ষা ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।


সোমবার (০২ ডিসেম্বর) সাত কলেজের ওয়েবসাইটে এ নতুন সূচি প্রকাশ করা হয়েছে।


সাত কলেজের ওয়েবসাইটের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের অনার্স ৪র্থ ও ১ম বর্ষ পরীক্ষার সময়সূচির স্থগিত করা পরীক্ষা উল্লিখিত তারিখ ও সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। সময়সূচির অন্য অংশ অপরিবর্তিত থাকবে।


ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে ভাঙচুরের ঘটনার পর সাত কলেজের ২৬ নভেম্বরের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরিস্থিতির উন্নতি না হলে ২৮ তারিখের পরীক্ষাও স্থগিত করা হয়।

Ads

Previous Post Next Post

نموذج الاتصال