"

বাংলাদেশ নিজ স্বার্থে সংখ্যালঘুদের সুরক্ষা দেবে : লোকসভায় জয়শঙ্কর


ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপড়েনের মধ্যে এবার এ বিষয়ে পার্লামেন্টে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ভারত আশা করে বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক স্বার্থ রক্ষায় দিল্লির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আগ্রহী হবে।


ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের বিষয়। তবে নয়াদিল্লি আশা করে ঢাকা তার নিজ স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে। শুক্রবার লোকসভায় প্রশ্নোত্তরকালে জয়শঙ্কর এমন মন্তব্য করেন।


ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের ওপর এমন আক্রমণ ভারতের জন্য উদ্বেগের।


লোকসভায় তিনি বলেন, ‘আমরা আমাদের উদ্বেগের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করেন। তার বৈঠকেও এই বিষয়টি উঠে এসেছে এবং এটি আমাদের প্রত্যাশা- বাংলাদেশ তার নিজস্ব স্বার্থে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য পদক্ষেপ নেবে’।


ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্পের একটি ভালো ইতিহাস রয়েছে। পাকিস্তান ও চীন বাদে প্রায় প্রতিটি প্রতিবেশী দেশে আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে। বাংলাদেশ ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশীদার।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال