"

পানির ট্যাংক থেকে আটক আওয়ামী লীগের কাবেরী


চট্টগ্রাম নগরের চকবাজারের একটি ভবনের ছাদে থাকা পানির ট্যাংক থেকে আওয়ামী লীগ নেত্রী নাজনীন সরওয়ার কাবেরীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে থানার দেবপাহাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানের সময় আটক এড়াতেই একটি ভবনের ছাদে থাকা পানির ট্যাংকে লুকিয়েছিলেন তিনি।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাবেরী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিলেন বেশ সরব। ফেসবুকে নানা বিষয়ে ভিডিও আপলোড করে বেশ ভাইরাল ছিলেন।

কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছোট বোন কাবেরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের একাধিক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ নেত্রী কাবেরীকে বিশেষ অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে। তিনি বর্তমানে চকবাজার থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, কাবেরীকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হতে পারে। সেখানের কোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال