"

নাঈমুল ইসলাম খানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু


অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সকালে কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তাঁর পরিবারের সদস্যদের ১৬৩টি ব্যাংক হিসাবের সন্ধান পায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। 

নাঈমুল ইসলাম খান বিদেশে অর্থ পাচার করেছেন বলে সন্দেহ করছে দুদকের কর্মকর্তারা। প্রাথমিক তথ্য যাচাইয়ের পর তাঁর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

দুদক ধারণা করছে, অনুসন্ধান ও তদন্তে নাঈমুল ইসলাম খান এবং তাঁর পরিবারের বিপুল পরিমান সম্পদ বেরিয়ে আসবে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال