বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা সংস্কার চাই, তবে দীর্ঘ সময় ধরে নয়। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের প্রক্রিয়া শুরু করুন, নয়তো জনগণ গণআন্দোলনে উদ্বুদ্ধ হবে। জনগণ তাদের পছন্দের সরকার ভোটের মাধ্যমে নির্বাচন করবে। তিনি শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর ডেমরা থানা এলাকায় হাজীনগর এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, দেশে অবিলম্বে নির্বাচন দিয়ে জনগণের আকাঙ্খা পূরণ করতে হবে। তিনি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের পরামর্শ দেন এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার দাবি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আলমগীর মিয়া, জাকির হোসেন, নজরুল ইসলাম সকাল, মো. হাফিজ চেয়ারম্যান, এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় শীতবস্ত্র বিতরণ করা হয় ৫ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে। তাদের মাঝে কম্বল, শীত বস্ত্রসহ অন্যান্য সাহায্য প্রদান করা হয়।
Tags
রাজনীতি