"

বিএনপি নেতার মামলায় কারাগারে কাঠমিস্ত্রি, চিকিৎসাধীন মৃত্যু


হামলা ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার দিনমজুর কাঠমিস্ত্রি নিত্য সরকারের (৪৫) জেল হাজতে মৃত্যু হয়েছে। হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলালের দায়ের করা রাজনৈতিক মামলায় দুমাস আগে (৩০ অক্টোবর) গ্রেপ্তার হন তিনি।

নিত্য সরকার কারাগারে অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য ৩১ ডিসেম্বর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসা চলাকালে শুক্রবার রাত ১০টায় তার মৃত্যু হয়।

মৃত কাঠমিস্ত্রির বাড়ি মানিকগঞ্জ জেলার হারিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কালোই এলাকায় জগদীশ সরকারের ছেলে। নিত্য সরকার তিন সন্তানের জনক। বড় দুই মেয়ের বিয়ে হলেও তার ছোট ছেলে ও স্ত্রীকে নিয়ে তিন শতক খাস জমিতে বসবাস তার।

নিহতের চাচাতো ভাই হৃদয় মণি দাস বলেন, শুক্রবার রাতে আমাদের ফোন করে পুলিশ জানায় নিত্য দা আর বেঁচে নেই। এর আগে ৩১ ডিসেম্বর মানিকগঞ্জ জেলখানা থেকে ঢাকা মেডিকেলে আনলে তার স্ত্রী অলোকা রাণী তার সঙ্গে দেখা করতে আসেন।

তিনি আরও বলেন, মামলার বাদী বিএনপি নেতা দুলাল মধ্যরাতে ঘুম থেকে ডেকে তুলে মারতে-মারতে তুই আওয়ামী লীগ করস বলে পুলিশের গাড়িতে উঠিয়ে দিয়েছে। প্রকৃত পক্ষে সে একজন দিনমজুর, কাঠমিস্ত্রির কাজ করে। সারাদিন কাজ করে যে টাকা পায় তা দিয়ে চলে তার কষ্টের সংসার। তারমত মানুষ কি রাজনীতি করে। প্রতিহিংসার মাধ্যমে তাকে পুলিশে ধরিয়ে দেয়া হয়েছে। আমরা তার মৃত্যুর সঠিক বিচার চাই।
লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে মামলার বাদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল বলেন, ‘নিত্য সরকার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের কালোই ইউনিয়নের সভাপতি। সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশীদ খান মুন্নুর বয়ড়া গ্রামের বাস ভবনে হামলা চালায় আওয়ামী দুর্বৃত্তরা তখন তিনিও সেই হামলা-ভাঙচুরে শামিল হন। পাশাপাশি নিত্য এলাকার চিহ্নিত মাদক সেবনকারী ও ব্যবসায়ী। তিনি আগে থেকেই অসুস্থ।’



এ বিষয়ে মানিকগঞ্জ জেলা কারাগারের জেলার মোহাম্মদ মাহবুব কবির বলেন, চিকিৎসার জন্য চারদিন আগে নিত্য সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে অফিসিয়ালি আমাদের তার মৃত্যুর বিষয়ে জানানো হয়নি।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال