"

পুনরায় জামিন পেলেন বরখাস্ত সহকারী কমি*শনার তাপসী তাবা*সসুম উর্মি

 

মানহানির অভিযোগে দায়ের করা মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেছেন। একই সঙ্গে আদালত চার্জশুনানির তারিখ আগামী ৪ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন।


রোববার (২৬ জানুয়ারি) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে মামলাটি চার্জশুনানির জন্য নির্ধারিত ছিল। এসময় তাপসী তাবাসসুম উর্মি আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। তার আইনজীবী চার্জশুনানি পেছানোর জন্য আবেদন জানালে আদালত সেই আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ ৪ ফেব্রুয়ারি নির্ধারণ করেন। একই সাথে তাপসী তাবাসসুম উর্মির জামিনও মঞ্জুর করা হয়।


আরও পড়ুনঃ  পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী ও মহিলা আওয়ামী লীগ সভাপতির লাশ উদ্ধার

এর আগে, গত ৮ অক্টোবর শহীদ আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানের অন্যান্য শহীদদের সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলা দায়ের করা হয়। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এই মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড এবং পর্যালোচনা শেষে ২৮ নভেম্বর তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। ওইদিন তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন।


আরও পড়ুন: ২০ বছর আগে বিএসএফের গুলিতে প্রাণ হারান বড় ভাই, এবার আহত ছোট ভাই

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, গত ৫ অক্টোবর তাপসী তাবাসসুম ফেসবুকে একটি পোস্ট প্রকাশ করেন, যেখানে তিনি আবু সাঈদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে বিরূপ মন্তব্য করেন।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال