"

এবার বাংলাদেশ চুরি করে নেয়ার হুমকি দিল ময়ূখ!

 

ভারতের বিতর্কিত উপস্থাপক ময়ুখ রঞ্জন ঘোষ। যিনি সাংবাদিকতা বাদ দিয়ে টেলিভিশনের পর্দায় এসে হকারের মতো অঙ্গভঙ্গি করে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ান। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর থেকেই উদ্ভট সব সংবাদ পরিবেশন করে বাংলাদেশে সমালোচিত হয়েছেন। এবারে এক টকশো অনুষ্ঠানে বাংলাদেশ চুরি করে নেয়ার হুমকি দেন তিনি।

ময়ূখের মঞ্চে ছোটাছুটির দৃশ্য দেখে তাকে পাড়া মহল্লার মলম বিক্রেতা মনে হলেও পরে অবশ্য জানা গেল তিনি ভারতের একটি টেলিভিশন চ্যানেলের উপস্থাপক। তার নাম ময়ুখ রঞ্জন ঘোষ। প্রতিদিন বাংলাদেশ নিয়ে নানা গুজব ছড়ানোয় তার কাজ।

গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা যুক্ত হচ্ছেন মুখের অনুষ্ঠানে। যেখানে বাংলাদেশের রাজনৈতিক কর্মী ও জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলামের সাথে ব্যাপক বাকবিতণ্ডা হতে দেখা গেছে। শুরুতে তরিকুল মইনুলকে মলম দেখালে ক্ষিপ্ত হন তিনি। তখন ক্ষিপ্ত হয়ে বাংলাদেশ চুরি করে নেয়ার হুমকি দেন।

মুখের সেই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। তার সাংবাদিকতা পেশা নিয়েও ওঠে নানা প্রশ্ন।

ভিডিও : https://youtu.be/yC45e23bfds?si=Ohl6npdnV-M4WoGp

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال