"

বিজিবি সদস্যদের মারধর করে ভারতীয় মহিষ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

 

রাজশাহীর গোদাগাড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মারধর করে দুইটি ভারতীয় মহিষ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সকালে মহিষ নিয়ে যায় দুর্বৃত্তরা। রোববার রাতে বিষয়টি জানাজানি হয়। এই অভিযোগে ১২ জনের নাম উল্লেখ করে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বিজিবির পক্ষ থেকে গোদাগাড়ী মডেল থানায় মামলা হয়েছে।

বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের রাজাবাড়ি বিশেষ ক্যাম্পের হাবিলদার শাহ আলম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন গোদাগাড়ী উপজেলার নাজিরপুর গ্রামের মুকুল, হাসান, বিয়ানাবোনা গ্রামের আক্কাশ, জীবন, বাবলু, ডলার, নয়ন, বিজয়নগর গ্রামের হামিদ, একই গ্রামের জনি, তার ভাই টনি, বিয়ানাবোনা গ্রামের জনি ও পবা উপজেলার গহমাবোনা গ্রামের সিজার।

মামলার এজাহারে বলা হয়েছে, বিজিবি সদস্যরা খবর পান নাজিরপুর গ্রামের গরু-মহিষের ব্যবসায়ী মুকুল ভারত থেকে চোরাই পথে দুটি মহিষ এনে বাড়ির পাশের জঙ্গলে রেখেছেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযানে যান। তখন মুকুল কৌশলে পালিয়ে যান। মুকুলকে না পেলেও বিজিবি সদস্যরা মহিষ দুটি জব্দ করে রাজাবাড়ী বিশেষ ক্যাম্পে আসছিলেন।

আসার পথে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠি নিয়ে অতর্কিতভাবে বিজিবি সদস্যদের ওপর হামলা করেন এবং মহিষ নিয়ে যেতে বাঁধা দেন। তারা বিজিবি সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে অতর্কিতভাবে বিজিবি সদস্যদের ধাক্কা দেন এবং কিল-ঘুষি মেরে টেনে-হিঁচড়ে মহিষ দুটি ছিনিয়ে নেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর এ মামলা করা হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, মামলার বাদী বিজিবির হাবিলদার শাহ আলম। বিজিবিকে মারধর ও সরকারি কাজে বাধাদানেরও অভিযোগ আনা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال