"

খুলনার সাবেক এমপি মিজানের দুর্নীতির মামলার রায় আজ

 

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মিজানুর রহমানের বিরুদ্ধে করা মামলায় রায় আজ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহা. আবু তাহের আদালত এ রায় ঘোষণা করবেন।

এর আগে, গত ২৩ জানুয়ারি দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এ তারিখ ঠিক করেন।

মিজানুর রহমান জামিনে ছিলেন। ২৩ জানুয়ারি আদালত জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রায় শোনানোর জন্য তাকে আজ আদালতে হাজির করা হবে।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ৬ আগস্ট মিজানুর রহমানের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ।

তদন্ত শেষে ২০২১ সালের ২৩ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয় দুদক। সেখানে আসামির বিরুদ্ধে ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ২০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال