"

স্ত্রীসহ ধীরেন্দ্র দেবনাথের বিরুদ্ধে দুদকের মামলা

 

বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বুধবার (২৯ জানুয়ারি) দুদকের সহকারী পরিচালক মোঃ রুহুল হক এই মামলা দায়ের করেছেন।


মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাবেক সংসদ সদস্য দীরেন্দ্র দেবনাথ শম্ভুর আয়ের উৎসের সাথে ৫কোটি ৪১লাখ ২০ হাজার ১২৫টাকার অসঙ্গতি রয়েছে।


এছাড়া, ১৬টি ব্যাংক একাউন্টের মাধ্যমে ৪১ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৭০২ টাকার অস্বাভাবিক লেনদেন করা হয়েছে বলে জানিয়েছে দুদক।


এর প্রেক্ষিতে একাধিক আইনের আওতায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


এছাড়া, ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের বিরুদ্ধেও ২ কোটি ২ লাখ ৪১ হাজার ৪০৪ টাকার সম্পদ ও ৮ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ২৭৮ টাকার অস্বাভাবিক লেনদেনের জন্য মামলা করেছে দুদক।


উল্লেখ্য, রাজধানীর উত্তরা থেকে গত ১১ নভেম্বর তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় বেশ কয়েকটি মামলার আসামি শম্ভু।


ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পৈতৃক বাড়ি বরগুনার বরগুনা সদর উপজেলার গভ. হাইস্কুল সড়ক এলাকায়। তিনি পেশায় আইনজীবী হলেও রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال