"

হিন্দু বলেই লিটন বাদ -ভারতের পত্রিকার সংবাদটি মিথ্যা




গতকাল রোববার ঘোষিত চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে জায়গা হয়নি লিটন কুমার দাসের। ডানহাতি এ উইকেটকিপার ব্যাটসম্যানকে কেনো দলে রাখা হয়নি, গতকাল সংবাদ সম্মেলনেই সে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। মূলত ওয়ানডেতে লিটন দাসের সাম্প্রতিক বাজে ফর্মের কারণেই বিবেচনায় নেওয়া হয়নি বলে জানিয়েছেন গাজী আশরাফ।

তবে লিটনের এ বাদ পড়ার সঙ্গে হিন্দু ধর্মাবলম্বী তথা সংখ্যা লঘু নির্যাতনের যোগসাজেশ খুঁজছে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ। ‘সংখ্যালঘুদের ওপর অত্যাচারে উত্তাল দেশ, চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশের দল থেকে বাদ’- এমন শিরোনামে গতকাল লিটনের বাদ পড়ার খবর প্রকাশ করে এবিপি।

এবিপির এ সংবাদকে মিথ্যা সংবাদ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া বিবৃতিতে গাজী আশরাফ লিপুর সেই ব্যাখ্যাও যোগ করেছে প্রেস উইং।


গত আগস্টে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর থেকেই ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বাংলাদেশকে নিয়ে প্রচুর ভুয়া সংবাদ প্রচারিত হতে থাকে। বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যাচার চালাতে থাকে এবিপি আনন্দ, রিপাবলিক বাংলার মতো গণমাধ্যমগুলো। তারই ধারাবাহিতকায় গতকাল লিটন দাসকে নিয়েও উসকানি দেয় এবিপি।

এ সংবাদের প্রতিবাদে দেওয়া প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিতে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুর মন্তব্য ধরে বলা হয়েছে, ওয়ানডেতে লিটন দাসের সাম্প্রতিক অফ ফর্মের কারণেই দলে নেওয়া হয়নি। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সর্বশেষ ১৩ ওয়ানডে ইনিংসে কোনো ফিফটি নেই লিটনের। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক সিরিজেও হাসেনি লিটনের ব্যাট।

গাজী আশরাফের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘সেন্ট কিটসের কন্ডিশন নিঃসন্দেহে ব্যাটিং সহায়ক। কিন্তু দুর্ভাগ্যবশত, সে (লিটন) এমন হাইস্কোরিং উইকেটেও রান করতে পারেনি। ফর্মহীনতা অব্যাহতই থাকে। সেখানে (লিটন) ফেল করায় তার ওপর আত্মবিশ্বাস রাখা কঠিন হয়ে যায়। আমার মনে হয় তাকে নিয়ে আমরা যদি আরও কাজ করতে পারি, তাকে আমরা স্ট্রংলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরত নিয়ে আসতে পারব। এ বছর আমাদের ক্রিকেট সূচিতে অনেক ম্যাচ আছে। আশা করি, সে (লিটন) তাতে বড় অবদান রাখবে।’


শুধু গাজী আশরাফের মন্তব্য নয়, পাশাপাশি লিটন দাসের মন্তব্যও যোগ করেছে প্রেস উইং। গতকাল বিপিএলে দুর্বার রাজশাহীর বিপক্ষে ৫৫ বলে ১২৫ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন ডানহাতি ব্যাটসম্যান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের বাদ পড়া প্রসঙ্গে লিটন দাস বলেছেন, ‘আমি জাতীয় দলের হয়ে খেলি বা ঘরোয়া ক্রিকেটে খেলি, কীভাবে রান করা যায়, সেটা খুঁজে বের করাই আমার কাজ। চেষ্টা থাকবে যেন ধারাবাহিকতা বজায় রাখি এবং দলের সাফল্যে অবদান রাখতে পারি।’
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال