অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও খান তালাত মাহমুদ রাফি, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিবির সভাপতি সাদিক কায়েম, সেক্রেটারি এস এম ফরহাদ ও আলোচিত ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী সাইয়্যেদ আব্দুল্লাহর ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সার্চ করে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের আইডিগুলো।
এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম এক ফোনবার্তায় বলেছেন, আমাদের সায়েদ আবদুল্লাহ ও রাফির আইডি অলরেডি ডিজেবল হয়ে গেছে। আমার নিজস্ব আইডি আমি ডিয়েক্টিভ করে রেখেছি যেহেতু আমাদের চট্টগ্রামের সমন্বয়ক, সায়েদ আবদুল্লাহর আইডি ডিজেবল হওয়ার কারণে আমরা নিজেদের আইডি, আমি, হাসনাত ও আসিফ নিজেদের আইডি নিরাপত্তার জন্য ডিএক্টিভ করে রেখেছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কাইয়ুমের আইডির বিষয়ে জানতে চাইলে সারজিস বলেন, সাদিক কাইয়ুমেরটা উনাকে জিজ্ঞেস করে দেখতে পারেন।
Tags
জাতীয়