"

সিনিয়রদের সঙ্গে কোচের দ্বন্দ্ব, সাবিনাদের জিম সেশন বয়কট

 

বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের অধীনে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তবে কোচের সঙ্গে সিনিয়র নারী খেলোয়াড়দের দ্বন্দ্বের খবর পুরোনো।

নতুন মেয়াদে দায়িত্ব নেওয়া পিটার মঙ্গলবার টিম মিটিং ডাকলেও নারী ফুটবলাররা অংশ নেননি। এরপর আজ বৃহস্পতিবার জিম সেশন থাকলেও সেখানে অংশ নেননি কোনো সিনিয়র ফুটবলার। মাত্র ১২ জন তুলনামূলক জুনিয়র খেলোয়াড়দের নিয়েই অনুশীলন পর্ব শেষ করতে হয় পিটারকে।

কোচের সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের দ্বন্দ্ব অবশ্য শুরু হয় গত সাফ চ্যাম্পিয়নশিপ থেকেই। সেখানে নেপালের কাঠমান্ডু সাফে সিনিয়র ফুটবলারদের সঙ্গে কোচের বিরোধ প্রকাশ্য রূপ নেয়। কোচ পিটার বাটলার নাকি সিনিয়র খেলোয়াড়দের পছন্দ করেন না এমনটাই গুঞ্জন উঠেছিল।

বাটলার উঠতি ফুটবলারদের বেশি প্রাধান্য দেন। এতে অনেক ফুটবলার মনে করেছেন, তারা কোচের কাছ থেকে যোগ্য সম্মান পাননি, উল্টো অবমূল্যায়িত হয়েছেন। মূলত দ্বন্দ্বের শুরু এখান থেকেই।

অবশ্য সাফচলাকালীন বিষয়টি প্রকাশ্যে এলেও নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ দুই পক্ষকে সাময়িকভাবে শান্ত করেন। তবে বাফুফে নতুন করে কোচ বাটলারের মেয়াদ বাড়ানোতে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক সিনিয়র নারী ফুটবলার। কোচের সঙ্গে সমস্যাগুলো নিয়ে তারা ফেডারেশনের সভাপতির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চান বলেও জানা গেছে।

আজ জিম সেশনে সিনিয়র নারী ফুটবলারদের অনুপস্থিতিতে কিছুটা বিরক্ত হতে দেখা গেছে কোচ পিটার বাটলারকে। তবে বাটলার অবশ্য কথায় প্রকাশ করেনি কোনো বিরক্তি। ফুটবলারদের অনুপস্থিতি নিয়ে জানতে চাইলে বাটলা

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال