"

নির্বাচন নিয়ে টালবাহানা হলে বিএনপি রাজপথে নামবে: গয়েশ্বর চন্দ্র রায়

 

নির্বাচনের বিষয়ে যদি কোনো টালবাহানা করা হয়, তবে বিএনপি আবারো রাজপথে আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করছি, তবে যদি আন্দোলন করে নির্বাচন আদায় করতে হয়, তা হলে আমাদেরকে আন্দোলন করতে হবে। আমরা চাই না, কিন্তু যদি প্রয়োজন পড়ে, তাহলে রাজপথে নামতে বাধ্য হবো।”

তিনি আরও বলেন, “আমরা সংগ্রাম চালিয়ে যাবো এবং এই প্রতিশ্রুতি মনে রেখে সম্মুখে যাবো।”

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال