"

পলাতক আসামি আ.লীগ নেতা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের বিশেষ অতিথি

 

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের মামলার আসামি ময়েজ উদ্দিন তরফদার। গত ৫ আগস্ট সরকারের পতনের পর গাঢাকা দেন এই আওয়ামী লীগ নেতা। তবে আজ সোমবার শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে তাঁকে বিশেষ অতিথি করা হয়েছে। এমন প্রচারপত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহসিনা বেগম।


এক আসামিকে অনুষ্ঠানে বিশেষ অতিথি করায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা জানান, পুলিশের তালিকায় পলাতক আসামি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ময়েজ উদ্দিন তরফদার। তাঁকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি করে কাজটি ঠিক করেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।


বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশুতোষ চক্রবর্তী জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলাম। তিনি বিদ্যালয়ের সভাপতি আওয়ামী লীগ নেতা ময়েজ উদ্দিন তরফদারের ঘনিষ্ঠজন। এ কারণে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক থাকা সত্ত্বেও সভাপতি নিয়ম ভঙ্গ করে তাঁর ঘনিষ্ঠজনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে স্থানীয় ব্যক্তিবর্গ একাধিকবার বিষয়টি জানালেও কর্ণপাত করেননি। এ ছাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতির ছেলের নামসহ ৩ সদস্য নিয়ে বিদ্যালয়ের এডহক কমিটির আবেদন করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে।


এ ব্যাপারে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ক্রীড়া অনুষ্ঠানের সভাপতি আমিরুল ইসলাম বলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি হিসেবে ময়েজ উদ্দিনকে অতিথি করা হয়েছে।


এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ও ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথি মোহসিনা বেগমের দৃষ্টি আকর্ষণ করা হয়। এতে তিনি বলেন, ‘ময়েজ উদ্দিন তরফদারকে বিশেষ অতিথি করার বিষয়ে আমি কিছু জানি না। আমি জানলে অনুষ্ঠানের এমন চিঠি করতে দিতাম না।’

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال