"

বাংলাদেশেও ট্রাম্পের মতো নেতা আসবে, গালাগালি তারে আটকাতে পারবে না: পিনাকী

 

 


 

অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার অফিশিয়াল ফেসবুক পেইজে বলেছেন,  বাংলাদেশে সেন্টার রাইট দাঁড়াবেই। বুদ্ধিমান মানুষেরা এই সেগমেন্টকে ঘিরে তার পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করবে। বাংলাদেশে বুদ্ধিমান মানুষরা আছে। বাংলাদেশেও একজন ট্রাম্পের মতো নেতা আসবে। কোন গালাগালি তাকে আটকাতে পারবে না।

তিনি বলেন, আগামী দশক সেন্টার রাইটেরা দুনিয়া শাসন করবে। আগামীর বাংলাদেশ হবে সেন্টার রাইট পলিটিক্যাল ফোর্সের।   

পিনাকী আরো বলেন, বিএনপি সেন্টার রাইট থেকে সেন্টার লেফটে যাচ্ছে। জামায়াত আরো বেশী লিবারেল হচ্ছে। সেন্টার রাইট পলিটিক্যাল সেগমেন্ট ফাঁকা। দুনিয়া শুন্যস্থান পছন্দ করেনা। 

এ সময়, তিনি সবাইকে বাস্তবতা মেনে নেয়ার পরামর্শ দেন।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال