মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ‘বোমা হামলায়’ এক যুবক নিহত হয়েছেন। সদর থানার হগল পাতিয়া এলাকায় রোববার হামলার শিকার হন তিনি। পরে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
নিহত মো. শাওন (২০) মাদারীপুর সদরের উত্তর হোগল পাতিয়া গ্রামের জাহাঙ্গীর মাতব্বরের ছেলে।
নিহত শাওনের বাবা জাহাঙ্গীর মাতব্বর বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে হাবিল মাতব্বর, সিরাজ মাতব্বর,মজিবর মতব্বর ও শের জামালের সাথে কথা কাটাকাটি হয় শাওনের।’
তিনি বলেন, ‘এক পর্যায়ে তারা আমার ছেলের ওপর হামলা ও বোমা নিক্ষেপ করে। এতে আমার ছেলের দুই পায়ে হাঁটুর নিচের মাংসপেশি উড়ে যায় এবং গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মধ্যরাতে মাদারীপুর থেকে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
Tags
সারাদেশ